অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মাঝেই এ সপ্তাহে ইউরোপে বাড়তি সেনা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে দুই হাজার সেনা পাঠানো হবে পোল্যান্ড ও জার্মানিতে। তা ছাড়া জার্মানিতে থাকা আরও এক হাজার সেনা যাবে রোমানিয়ায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেনে যুদ্ধে টেনে নেওয়ার চেষ্টা করছে। এমন মন্তব্যের পরপরই ইউরোপে সেনা বাড়ানোর ঘোষণা দিলো জো বাইডেনের প্রশাসন। তবে যুক্তরাষ্ট্র মোতায়েন করা সেনারা ইউক্রেনে যুদ্ধ করবে না, বরং মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে বলে বুধবার জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। প্রয়োজনে ইউরোপে মোতায়েনের জন্য গত মাসেই সাড়ে ৮ হাজার সেনা প্রস্তুত রেখেছিল পেন্টাগন। প্রয়োজনবোধে মোতায়েনের জন্য ওই বাড়তি সেনা প্রস্তুত রাখা প্রসঙ্গে জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘পুতিনকে আমাদের একটি জোরালো সংকেত পাঠানোটা জরুরি। আরও খোলাখুলি বলতে গেলে, বিশ্বকেও বার্তা পাঠানো জরুরি যে, যুক্তরাষ্ট্রের কাছে ন্যাটোর গুরুত্ব আছে এবং এ বিষয়টি আমাদের মিত্রদের কাছেও গুরুত্বপূর্ণ। ’তবে কূটনৈতিকভাবেই চলমান উত্তেজনার প্রশমন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইউক্রেন সীমান্তের কাছে প্রায় ১ লাখ সেনা সমাবেশ করার পরও রাশিয়া বলে আসছে তাদের সেখানে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই।