অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। পরেছিলেন সেনা উর্দি, ২০২১ সালে কাশ্মীরে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে। এলাহাবাদের আদালতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে দায়ের হয় অভিযোগ।
এই কাজ শাস্তিযোগ্য অপরাধ, এই মর্মেই গতবছর দায়ের হয় এই অভিযোগ। বছর পার করে সেই সেই ঘটনার জবাবদিহি চেয়ে নোটিশ জারি করেছেন দায়রা আদালতের বিচারপতি নলিনকুমার শ্রীবাস্তব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জবাবদিহি চাওয়া হয়।
অভিযোগে বলা হয়, স্থল, জল এবং বায়ুতে সেনাদের উর্দি পরা কিংবা ‘স্মারক ’ বহন ভারতীয় দণ্ডবিধির ১৪০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০২১- এ জম্মু-কাশ্মীরের নৌশেরায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটিয়েছিলেন মোদি।
সেদিন তিনি বলেন, ‘সীমান্ত পাহারায় থাকা সেনাদের সঙ্গে আমি প্রতিটা দীপাবলি কাটিয়েছি। আমাদের সেনাদের জন্য আজ আমি কোটি কোটি ভারতীয়র আশীর্বাদ সঙ্গে নিয়ে এসেছি।’