অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। চরণজিৎ সিং চন্নি না নভজ্যোৎ সিং সিধু! কে হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ। আপাতত তা নিয়ে জল্পনা তুঙ্গে। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে রবিবারই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা করতে পারে কংগ্রেস হাইকম্যান্ড।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ কে হবে তা নিয়ে অনেকদিন ধরেই চলছে জল্পনা। লড়াইটা মূলত সিধু এবং চন্নির মধ্যেই। জানা যাচ্ছে পঞ্জাবে রবিবার যাচ্ছেন কংগ্রেস শীর্ষনেতা তথা সাংসদ রাহুল গান্ধি। সেইদিনই হয়ত হবে চূড়ান্ত ঘোষণা।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পাল্লা ভারি অবশ্যই চন্নির। কিছু সপ্তাহ যাবৎ চন্নি এবং সিধু দু’জনেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।শক্তি অ্যাপের মাধ্যমে কংগ্রেসের নেতা এবং কর্মীদের থেকে মতামত নিচ্ছে কংগ্রেস। এই বিষয়ে আমজনতার মতামতও নিয়েছে দল।
এই প্রসঙ্গে উল্লেখ্য, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল তাদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ বাছতে একইভাবে আম জনতার মতমতের শরণাপন্ন হয়েছিলেন।উল্লেখ্য চলতি মাসেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন।
১৪ ফেব্রুয়ারির বদলে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎসিং চন্নি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের অনুরোধে ভোট পিছিয়ে দেয় কমিশন। আগামী ২০ ফেব্রুয়ারি হবে পঞ্জাবের নির্বাচন।