অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। বর্তমান অর্থনৈতিক দুরবস্থার হাত থেকে মুক্তি পেতে চীনের থেকে ফের অর্থনৈতিক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান। এই মর্মে তেসরা ফেব্রুয়ারি চীন সফরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই সফরের দুটি উদ্দেশ্য আছে। প্রথমত চীনের থেকে তিনি তিন বিলিয়ন ডলার ঋণ নেবেন। দ্বিতীয়ত চায়না-পাকিস্তান ইকোনমিক করিডরের কাজ ফের শুরু করতে চান তিনি।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মর্মে চীন সফর করতে চলেছেন। উল্লেখ্য গত বছর দাসু বাঁধ প্রকল্পে কর্মরত ৯ জন চীনা ইঞ্জিনিয়ারকে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ চীন। সেদেশে সফরের আগে পাকিস্তানি প্রধানমন্ত্রী চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কর্মরত ৩৩৫৫ চীনা নাগরিকের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সুনিশ্চিতভাবে আশ্বস্ত করেছেন। চীনকে জানানো হয়েছে চীনের নাগরিকদের জন্য ১১ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করবে পাকিস্তান।চীনের সুরক্ষার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ইউনিটে পাকিস্তানের সেনা সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া রেঞ্জার্স এবং স্পেশাল প্রোটেকশন ইউনিটের কর্মচারীদের মোতায়েন করা হচ্ছে পাকিস্তানে। চীনা নাগরিকদের সুরক্ষার জন্য ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বর্তমানে পাকিস্তান-চীনকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাইছে যে চীন থেকে পাকিস্তানে আসা প্রত্যেক চীনা নাগরিককে কড়া নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য সম্প্রতি পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে অন্য কোনো কর্মকর্তাকে রাখা হয়নি। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেননি।