অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল। সাদিও মানেরা ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে বুরকিনা ফাসোর বিপক্ষে। ঘটনাবহুল ম্যাচটিতে সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
১৭ মিনিটের মধ্যে চার গোল। শক্তি-সামর্থ্যের বিচারে পিছিয়ে থাকলেও ৭০ মিনিট পর্যন্ত সেনেগালকে ঠেকিয়ে রেখেছিল বুরকিনা ফাসো। প্রথমার্ধে অবশ্য তাদের মনোবল ভেঙে যায়। ম্যাচের ২৯তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সের ভেতর হেড করতে লাফ দেন সেনেগালের সেইতু কুইয়াতে। বাধা দিতে আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে আসা বুরকিনা গোলরক্ষক এর্ভে কফিও লাফ দেন সঙ্গে সঙ্গে। কিন্তু বাধা দিতে গিয়ে কুইয়াতে আঘাত করে বসেন তিনি।
রেফারি বাঁশি বাজালেও পরে তা ভিএআরের সাহায্যে নিয়ে বাতিল করা হয়। তবে চোটের কারণে মাঠ ছাড়তে হয় কফিকে। প্রথমার্ধের যোগ করা ৬ মিনিটে ফের পেনাল্টি পায় সেনেগাল। ডি-বক্সে হাতে বল লাগার অভিযোগ হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষের ডিফেন্ডার তাপসোবা। কিন্তু এবারও ভিএআরের সাহায্য নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। বিরতির পর ঠিকই গোলের দেখা পায় সেনেগাল।
কালিদো কলিবালির পাসে ৭০তম মিনিটে জালের দেখা পান আবদো দিয়ালো। এর ৬ মিনিট পর মানের পাসে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইদ্রিসা গয়ে। ৮২তম মিনিটে একটি গোল শোধ দিয়ে বুরকিনাকে ম্যাচে ফেরানোর আভাস দেন বার্ট্রান্ড ত্রাওরে।