অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। জামিনে ছাড়া পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড। এক নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ২০ বছর বয়সী এই তারকা। গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে এই তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন।
অভিযোগের প্রমাণ হিসেবে নিজের ঠোঁটে, চোখের কোণে, ঊরুতে একাধিক আঘাতের চিহ্নের ছবিও পোস্ট করেন তিনি। যার ভিত্তিতে ইংলিশ ফরোয়ার্ডকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার গ্রিনউডের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিওতে করা এক নারীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে গ্রিনউডকে তারা গ্রেপ্তার করে।
এই ফুটবলারের জামিনের বিষয়ে জানানো হয়, ম্যাজিস্ট্রেটরা তাকে (গ্রিনউড) বুধবার পর্যন্ত হেফাজতে রাখার জন্য দ্বিতীয়বারের মতো সময় বাড়ানো মঞ্জুর করেন। তবে আরও তদন্তের স্বার্থে তাকে এখন জামিন দেওয়া হয়েছে। এদিকে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জানায়, পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত এই ফরোয়ার্ড অনুশীলন বা ম্যাচে ফিরবেন না।