অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। আসন্ন ভারত সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলঙ্কার পেসার ও সাবেক অধিনায়ক সুরঙ্গা লাকমল। ৩৪ বছর বয়সী পেসার বোর্ডকে অবসরের প্রসঙ্গে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘আমাকে সুযোগ দেওয়া ও মাতৃভূমির সম্মানার্থে আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে কৃতজ্ঞ। ’
৩৪ বছর বয়সী এই বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৯ সালে, নাগপুরে। এর এক বছরের মধ্যে কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন লাকমল।
২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। লাকমল পাঁচ টেস্টে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছেন। তার সব ২০১৮ সালে। অধিনায়ক হিসেবে বেশ সফল এই পেসার। লাকমলের নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। বার্বাডোজে উইন্ডিজের বিপক্ষে সিরিজে করে ড্র। তার নেতৃত্বে এশিয়ার প্রথম দল হিসেবে কেনিংসটন ওভালে জয় পায় লঙ্কানরা।
এই ডানহাতি পেসার ৬৮ টেস্টে ৩৬ গড় ও ৭২ স্ট্রাইক রেটে রান দিয়ে নিয়েছেন ১৬৮ উইকেট। ৮৬ ওয়ানডেতে নিয়েছেন ১০৯ উইকেট। হামবানটোটা জেলার একমাত্র ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার জাতীয় দলে খেলেছেন লাকমল। নতুন ভেন্যু হিসেবে যাত্রা শুরু পালেকেলেতে প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ডে তিনি বসেন কপিল দেব ও ইমরান খানের পাশে।