অনলাইন ডেস্ক, ৩ ফেব্রুয়ারী।। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা বাবর আজম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। চলতি আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সব ক’টিতেই হেরেছে বাবরের দল করাচি কিংস। ছয় দলের আসরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে তারা। এ জন্য বাবরের ব্যাট থেকে বড় রান না আসকেই দায়ী করছে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তরা। এমনিতে পিএসএলের সেরা পারফরমারদের একজন বাবর। সব মিলে ৬১ ম্যাচে ৪২.৪৭ গড়ে ২১৬৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তিনি।
আবার চলতি আসরে একেবারেই যে রান পাননি তাও নয়। মুলতান সুলতানসের বিপক্ষে ২৩, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩২ ও লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেলেছেন। কিন্তু তিন ম্যাচের একটিতেও বাবরের দল জেতেনি। তাই করাচি কিংস ভক্তদের মনে হতাশা। বাবরের ব্যাট থেকে বড় রান না আসাকেই দায়ী করছেন তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজকে করাচি ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মদ হাসান বলেন, ‘বাবর যেভাবে পারফর্ম করা উচিত সেভাবে পারছে না। আমরা তার ব্যাটিং দেখতে আসছি, কিন্তু সে এখন পর্যন্ত বড় রান করতে পারছে না। ’হাসান আরো বলেন, ‘সে দারুণ একজন খেলোয়াড়। আমি তার কাভার ড্রাইভ খুব পছন্দ করি। আমরা করাচি কিংসের জন্য তার ব্যাট থেকে রান চাই, কারণ আমরা এই দলকে সমর্থন করি। ’মুজাম্মিল শাহ নামে আরেকজন বলছেন, ‘আমি বাবরের ব্যাটিং পছন্দ করি কিন্তু এই আসরে এখন পর্যন্ত তিনি তার ফর্ম দেখাতে পারেননি। সে মূলত অ্যাঙ্করের ভূমিকা পালন করছে, যা করাচি কিংস ভক্তদের জন্য হতাশার। ’শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে বাবরের করাচি কিংস।