BJP: কার্যকর্তারাই আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত যাত্রা পথকে সুনিশ্চিত করেছেন, বললেন বিপ্লব দেব

স্টাফ রিপোর্টার, কমলপুর, ৩ ফেব্রুয়ারী।।
কার্যকর্তারাই আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত যাত্রা পথকে সুনিশ্চিত করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে, রাজনৈতিক মিথ্যাচারী ও বিভেদকামীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না।

কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সদর্থক মানসিকতা ও মানুষের তরে নিবেদিত, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের অনিচ্ছাকৃত ত্রুটি, জনগন দ্বারা মার্জনাযোগ্য হলেও, স্বার্থান্বেষীদের মানুষ প্রশ্রয় দেন না।

সংগঠনের উর্দ্ধতন নেতৃত্বদের দিশানির্দেশিকা যথার্থ মান্যতা দ্বারা, সমস্ত ব্যবধানকে দূরে সরিয়ে, নিজেদের মধ্যে অভ্যন্তরীন আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনের কাজে নিজেদের নিয়োজিতকরণ আবশ্যক। তিনি আরও বলেন অপ্রাপ্তি বা প্রাপ্তির হিসেব পাশে সরিয়ে রেখে, এখন সংগঠনের জন্য দেবার সময়।

প্রতিশ্রুতির অধিকাংশ প্রায় সম্পন্ন, অবশিষ্টগুলিও সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কমলপুর মন্ডলের উদ্যোগে আত্মনির্ভর বাজেট, আত্মনির্ভর ভারত – শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী একথাগুলি বলেছেন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?