অনলাইন ডেস্ক, 2 ফেব্রুয়ারি || আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে উরুগুয়ের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি করে লিওনেল মেসির একটি রেকর্ডে ভাগ বসিয়েছিলেন লুইস সুয়ারেস। এবার বন্ধুকে টপকে গেলেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন সুয়ারেস। এডিনসন কাভানি ও সুয়ারেসের গোলে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে উরুগুয়ে।
ম্যাচটিতে পেনাল্টি থেকে দলের শেষ গোলটি করেন অ্যাতলেতিকো তারকা।
সেই সঙ্গে ২৮ গোল নিয়ে গড়লেন কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৫৮ ম্যাচে ২৭ গোল নিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থকে জায়গা ছেড়ে দিলেন মেসি। অবশ্য এই রেকর্ড গড়ার পথে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন সুয়ারেস।
করোনা থেকে সেরে উঠলেও ফিট না থাকায় আন্তর্জাতিক বিরতিতে বাছাইপর্বের দুই ম্যাচে খেলেননি মেসি। অবশ্য তার দলের কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে আগে। বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ব্রাজিলেরও।
কিন্তু রেকর্ড ও জয়ের ম্যাচেও স্বস্তিতে নেই সুয়ারেস। কারণ বিশ্বকাপ এখনো নিশ্চিত হয়নি উরুগুয়ের।
১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে চারে।
এই অঞ্চলের বাছাইয়ে অংশ নিয়েছে ১০ দেশ। সেখান থেকে শীর্ষ চার দল সরাসরি খেলার টিকিট পাবে কাতার বিশ্বকাপের। পাঁচে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে- অফ। কিন্তু শীর্ষে থাকা ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া এখনো আর কারও বিশ্বকাপ নিশ্চিত হয়নি। তবে তালিকার শেষ দুই দল প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা এই লড়াইয়ে নেই আর।