অনলাইন ডেস্ক, 2 ফেব্রুয়ারি || সুসময়ের মধ্যে থাকা করিম বেনজেমা এ সপ্তাহটাও উদ্যাপনের ভালো এক উপলক্ষ পেলেন। মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন থেকে পেলেন পুরস্কার। সেই পুরস্কার হাতে নিয়ে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা বললেন, ২০২১ সালটাই লস ব্লাঙ্কোসদের হয়ে তার সেরা বছর।
বেনজেমার হয়ে মঙ্গলবার ট্রফিটি গ্রহণ করেন এমিলিও বুত্রাগেনিয়ো।
পরে সেই ট্রফিসহ নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বেনজেমা।
ইনস্টাগ্রামে করা পোস্ট বেনজেমা লিখেন, ‘এই পুরস্কারের জন্য এপিডিএমকে (মাদ্রিদ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন) ধন্যবাদ। আমার প্রতিদিনের লক্ষ্য হলো ভালো ফুটবলার হওয়া। ’
অন্যদিকে রিয়াল মাদ্রিদ টিভিকে বেনজেমা বলেন, ‘আমি এই অ্যাওয়ার্ড জিতে খুবই খুশি এবং গর্বিত। এটা (২০২১) আমার সেরা বছর, কারণ আমি অনেক গোল করেছি, অনেক এসিস্ট করেছি এবং আমার দলকে জিততে সাহায্য করেছি। ’
বেনজেমা আরো বলেন, ‘রিয়াল মাদ্রিদের লক্ষ্য সব সময় ট্রফি জেতা, সব প্রতিযোগিতা জেতা। আমরা ভালো করছি… কাজ করে যাচ্ছি এবং মৌসুমে ট্রফি জেতার জন্য লড়ে যাব।
২০২১-২২ মৌসুমে এ পর্যন্ত রিয়ালের হয়ে ২৮ ম্যাচ খেলেছেন বেনজেমা। গোল করেছেন ২৪টি, গোল তৈরি করতে সহায়তা করেছেন ৯টি।
এর মধ্যে ১৭টি গোল এবং ৭টি এসিস্ট এসেছে লা লিগার ম্যাচ থেকে। যা রিয়ালকে টেবিলের শীর্ষে থাকতে বড় ভূমিকা রেখেছে।