অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারি || অধিনায়কত্ব না থাকায় এখন নিজের ব্যাটিংয়ের দিকে আরো বেশি নজর দিতে পারবেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিয়ে বলেছেন, ‘দলের নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই। ’
জানুয়ারিতে ক্রিকেট বিশ্বকে অবাক করে ভারতের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন কোহলি। টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছিলেন আগেই।
পরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। টেস্টের নেতৃত্ব ছাড়ায় এখন আর কোনো ফরম্যাটেই ভারতের অধিনায়ক নন কোহলি।
এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেছেন, ‘এখন একজন ব্যাটার হিসেবে আমার দলে অবদান রাখার জন্য আরো বেশি কিছু থাকতে। আমি কী করতে চাই, তার সম্পর্কে ধারণা রাখতে হবে। একজন ব্যাটার হিসেবে আমার মনে হয়েছে যে আমার দলকে আরো অনেক কিছুই দেওয়ার আছে। তাই সেদিকেই আপাতত ফোকাস আমার। ’
এরপরই কোহলি বলেন, ‘আমার মনে হয় নেতা হওয়ার জন্য দলের অধিনায়ক হওয়ার কোনো দরকার নেই। যখন ধোনি দলে ছিল, তার মানে এমন নয় যে সে নেতা ছিল না দলের। তখনও আমরা ধোনির থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতাম।
হার-জিত আমাদের হাতে নেই। কিন্তু প্রতি মুহূর্তে আরো উন্নতি করে যাওয়াটা আমাদের হাতেই রয়েছে। ’