অনলাইন ডেস্ক, ১ ফেব্রুয়ারি || শিগগিরই মা-বাবা হতে চলেছেন পপ আইকন রিহানা ও তার বয়ফ্রেন্ড র্যাপার এসাপ রকি। এমন গুঞ্জনের শুরু থেকেই নেট দুনিয়ায় অবিরত শুভেচ্ছা বার্তা পাচ্ছেন গায়িকা। আর সম্প্রতি ভাইরাল হওয়া ছবি তো রীতিমতো বার্তার বন্যা বয়ে দিয়েছে।
সপ্তাহের প্রথম দিনই এসাপের হাত ধরে নিউইয়র্ক সিটির রাস্তায় হাঁটলেন মার্কিন পপ তারকা, আর সেই ছবিতে রিহানার শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট।
খোলামেলা পোশাকে নিজের বেবি বাম্প সামনে আনেন রিহানা, শক্ত করে ধরে থাকলেন প্রেমিকের হাত।
সেই রোম্যান্টিক ছবি গায়িকার ফ্যান ক্লাবের সুবাদে সুপার ভাইরাল গোটা বিশ্বে। অন্তর্জালে রীতিমতো আলোড়ন তুলছে রিহানার মাতৃত্বের খবর।
নিউইয়র্কের প্রবল ঠান্ডায় গোলাপি রঙা ওভার কোটের বোতাম খুলে বেবি বাম্প তুলে ধরলেন রিহানা, সঙ্গে পরনে ব্লু ডেনিম আর গলায় লম্বা হার। হবু সন্তানের মায়ের খুব যত্ন নিচ্ছেন এসাপও।
গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল রিহানার প্রেগনেন্সি নিয়ে। বেশ কয়েকটি ছবি দেখে মনে হয়েছিল রিহানা বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন, তবে সেই সব গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আর কোনো জল্পনার অবকাশ নেই। অনায়াসে গায়িকা বুঝিয়ে দিলেন তার গর্ভে এখন একটু একটু করে বড় হচ্ছে আরও একটি প্রাণ।
এক দশকেরও বেশি সময় ধরে রিহানা ও এসাপ রকি পরস্পরের বন্ধু। তবে তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল না শুরুতে। ২০১৩ সালে রিহানার সঙ্গে প্রেম সম্পর্কে জড়ানো প্রসঙ্গে এসাপের মন্তব্য ছিল, ‘হ্যাঁ, ও সেক্সি, কিন্তু আমিও খারাপ নই’।
২০২০ সালে রিহানা ও এসাপকে একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিহানার দেশ বার্বাডোসে ছুটি কাটাতে দেখা যায় তাদের। তখন থেকে ফের মাথাচাড়া দেয় দুজনের প্রেমের গল্প। পরের বছরে এসে প্রেম আরও পোক্ত হওয়ার কথা স্বীকার করেন তারা।