Shifting: তেলিয়ামুড়া পৌর পরিষদের কার্যালয়টি স্থানান্তরিত করা হবে বড়মুড়া  টুরিস্ট লজে

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি।। বিগত বাম আমলে কোন মাস্টার প্ল্যান ছাড়াই উন্নয়নের নাম করে গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছিল যা কোনো কাজেই আসেনি। অনেকটা উন্নয়নের ধরন ছিল জনসমাজের কাছে হাস্যকরের মতো। এমনই এক ঘটনা ঘটেছিল তেলিয়ামুড়াতে।

 

ঘটনার বিবরণে জানা যায়, বিগত বাম আমলে মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাজ্য সরকারের কোষাগারের অর্থ ব্যায় করে বড়মুড়া টুরিস্ট লজ নামে একটি সুবিশাল অট্টালিকা তৈরি করেছিল তৎকালীন সরকার। যা টুরিস্ট বা জনগণের কোনো কাজেই আসেনি। বাম আমলের প্রশাসন উন্নয়নের নামে লোকসানের বহর গুনতে শুরু করেছিল।

 

বাম আমলের মাফিয়াদের দ্বারা বড়মুড়া টুরিস্ট লজের কিছু সংখ্যক আসবাবপত্র সহ কিছু  মূল্যবান আনুষঙ্গিক জিনিসপত্র ও লোপাট হয়ে যায়। রাজ্য রাজনীতিতে পটপরিবর্তনের পর ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজিপি আইপিএফটি সরকার। এতদিন বড়মুড়া টুরিস্ট লজ চত্বর আগাছার ছয়লাপ, নিশিকুটুম্বদের আড্ডাস্থল সহ বিভিন্ন নেশা পাচারকারী সহ নেশা সেবনকারীদের আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। এই বিষয়টি তেলিয়ামুড়া পৌর পরিষদের নজরে আসে।

 

সদ্য তেলিয়ামুড়া পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ করা পৌরপিতা রূপক সরকার, তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের ডেপুটি সি.ই.ও শীর্ষেন্দু দেববর্মা’কে সঙ্গে নিয়ে বড়মুড়া টুরিস্ট লজটি  পরিদর্শনে যান চলতি মাসের ২৬ তারিখে। এই লজের কঙ্কালসার বাস্তব চিত্র পরখ করে হতবাক হয়ে যান। কারণ, বাম আমলে কোন প্রকার মাস্টার প্ল্যান ছাড়াই যে উন্নয়ন কার্য সংগঠিত হয়েছিল তারই বাস্তব চিত্র পাওয়া যায়।

 

পরে এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার জানিয়েছেন, জায়গা সংকূলনের কারণে তেলিয়ামুড়া পৌর পরিষদের কার্যালয়টি স্থানান্তরিত করে বড়োমুড়া  টুরিস্ট লজে নিয়ে যাওয়া হবে। বর্তমান পৌর পরিষদ কার্যালয়টিতে তহশীল এবং ডি.সি.এম অফিস করা হবে।

 

প্রসঙ্গত তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায় পর্যটন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব তেলিয়ামুড়া পৌর পরিষদ কার্যালয়টি বড়মুড়া টুরিস্ট লজে স্থানান্তরিত করবেন। তবে বড়মুড়া টুরিস্ট লজ-টিকে পুনরায় সংস্কার করতে রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় করা হবে।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?