অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। করোনা আবহে আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন-২০২২। এদিন বাজেটের শুরু আগে, ‘সকলকে বাজেট ইতিবাচক করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ভোট রাজনীতি প্রভাব যেন বাজেটে না পড়ে। দেশের উন্নতির জন্য এই বাজেট’।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট প্রভাব ফেলবে অধিবেশনে। কিন্তু মনে রাখবেন নির্বাচন আসবে যাবে। বাজেট সারা বছরের দেশের আর্থিক আয়-ব্যয়ের খতিয়ান। এই অধিবেশনের সাফল্যর উপর দেশের আর্থিক অগ্রগতি নির্ভর করে।
বাজেট অধিবেশনে পেগাসাস থেকে ভারত-চিন সীমান্তের সমস্যায়, বিরোধীদের কটাক্ষের সামনে পড়তে পারে সরকার। সেই সঙ্গে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট।
২০২২ সালের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১০ তম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা আবহে সংসদে বাজেট অধিবেশন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে নির্দিষ্ট সময় মেনেই শুরু হতে চলেছে বাজেট পেশ। কোভিড প্রোটোকল মেনেই হবে বাজেট অধিবেশন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দুই দফার বাজেট পেশ করা হবে।
আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।