অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। লোকসভা সচিবালয় ডিজিটাল সংসদ (Digital Sansad) নামের অ্যাপ লঞ্চ করল। এই অ্যাপের মাধ্যমে সহজেই সংসদের ঘটনাক্রমের খবর রাখা যাবে। এর পাশাপাশি আইনপ্রণেতারা কে কী করলেন, তাও জানা যাবে।
সংসদ সদস্যরা অ্যাপটির মাধ্যমে তাঁদের নোটিশের স্টেটাস, হাউস বুলেটিন ইত্যাদি আপডেট চেক করতে পারবেন৷ সংসদ সদস্যদের ভিতরে ল্যাপটপ ব্যবহার করা নিষেধ। তাই অ্যাপটি সংসদে বিতর্কের সময়ে সংসদীয় তথ্য সংগ্রহে সাহায্য করবে।
ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই সংসদ সদস্যরা উপস্থিতির জন্য লগ ইন, প্রশ্ন করা, বিতর্ক বা মুলতবি প্রস্তাবের জন্য নোটিশ জমা দিতে পারবেন। ডিজিটাল সংসদ অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ।