স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৩১ জানুয়ারি।। রাজ্যে ডিম, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। গ্রামীণ অর্থনীতির বিকাশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ অঞ্চলের মানুষকে স্বনির্ভর করা ও কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতেই সরকার প্রাণী সম্পদ পালনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আজ কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম পঞ্চায়েতে জেলা হাঁস প্রজনন খামারের শিলান্যাস করে প্রাণী স্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা বলেন। আড়াই কোটি টাকা ব্যয়ে ১৬৯ একর জমিতে দুধপুরে গড়ে উঠবে এই হাস প্রজনন খামার। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ১ কোটি টাকা অনুমোদন করা হয়েছে স্টেট প্ল্যানিং এর মাধ্যমে। প্রকল্পটি নির্মাণের দায়িত্বে রয়েছে ত্রিপুরা হাউজিং এন্ড কনস্ট্রাকশন বোর্ড। জেলা হাঁস প্রজনন খামারের ফলক উন্মোচন করে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ
বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, এই খামার গড়ে উঠলে অনেক কর্মসংস্থান হবে। এতে স্থানীয় মানুষেরাই বেশি উপকৃত হবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, রাজ্যে ‘মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার’ কাজ চলছে। ইতিমধ্যে এই প্রকল্পে অনেক পরিবারকে আওতাভূক্ত করা হয়েছে। এই প্রকল্পে যে সমস্ত পশু পালক হাস, মোরগ, ছাগল পালন করেন তাদের সহযোগিতা করা হয়।
এরজন্য প্রচুর হাঁস বাহরের রাজ্য থেকে আমাদের আনতে হচ্ছে। আমরা চাইছি এই হাঁসের চাহিদা রাজ্য থেকেই মিটানো হোক। এরজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও মানসিকতা নিয়ে কাজ করছে সরকার। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বহুমুখী উদ্যোগের বিষয় উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সারা রাজ্যে গ্রামীণ এলাকায় ১৭টি সাব সেন্টার করা হবে। এগুলির কাজ হয়ে গেলে পশু পালনের সাথে যুক্ত কৃষক সহ অন্যরাও আর্থিকভাবে উপকৃত হবেন।
এছাড়া পশুর স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ১২টি মোবাইল ভ্যান রাজ্যে আনা হচ্ছে। এরজনা রাজ্যভিত্তিক কন্ট্রোল রুম থাকবে। ৮টি জেলাতেও কন্ট্রোল রুম খোলা হবে। এই কন্ট্রোল রুমগুলি ২৪ ঘন্টা কাজ করবে। কন্ট্রোল রুমগুলি থেকে খবর আসলে মোবাইল ভ্যান বাড়িতে গিয়েই পশুর চিকিৎসা পরিষেবা দেবে। এতে গ্রামীণ মানুষের মধ্যে পশু পালনে আরও আগ্রহ বাড়বে।
ফলে ডিম, দুধ ও মাংসের উৎপাদনও বাড়বে। মন্ত্রী শ্রী দাস আরও বলেন, পেঁচারথলে শূকরের মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠছে। সেখান থেকে প্রক্রিয়াজাত মাংস প্যাকেটজাত করে দেশ-বিদেশে রপ্তানি করা হবে। ফলে বৈদেশিক মুদ্রা আসবে রাজ্যে।
শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেবব্রত দত্ত বলেন, দুধপুরে হাঁস প্রজনন খামার গড়ে তোলার উদ্দেশ্য হল এলাকার উন্নয়ন ও গ্রামের মানুষের কর্মসংস্থান। তিনি বলেন, এই প্রকল্পটি গড়ে উঠলে দুধপুর গ্রামের নাম সারা রাজ্যেই ছড়িয়ে পড়বে। এই ফার্মকে গড়ে তুলতে তিনি গ্রামবাসীর সহযোগিতা চেয়েছেন।
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন জেলাশাসক ইউ কে চাকমা, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার চাকমা। সভাপতিত্ব করেন দুধপুর পঞ্চায়েত প্রধান দ্রোপদী মালাকার। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য ও কুমারঘাট ব্লকের বিডিও ড. সুদীপ ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের ঊনকোটি জেলা কার্যালয়ের উপঅধিকর্তা সমীরণ সিনহা।