স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারি।। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়াণ দিবসে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উদ্যোগে আজ শহীদ দিবস উদযাপন করা হয়।
এই উপলক্ষে আজ সকালে আগরতলার গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন সমবায় ও কারা মন্ত্রী রামপ্রসাদ পাল। শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যগণ।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, ৩০ জানুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদের উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এদিন সারা দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানে শিল্পীগণ ভজন ও রামধুন পরিবেশন করেন। সর্বধর্ম সমন্বয়ের দৃষ্টান্ত স্বরূপ অনুষ্ঠানে গীতা, কোরান ও বাইবেল পাঠ করা হয়। শহীদ দিবস উপলক্ষে এদিন আগরতলা সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণেও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সমবায় ও কারা মন্ত্রী রামপ্রসাদ পাল।