অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। চ্যাম্পিয়নস লিগ ফিরতে চলেছে, যেখানে শেষ ষোলোয় মুখোমুখি লড়াইয়ে নামবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও পিএসজি। কিন্তু ১৫ ফেব্রুয়ারি ফরাসি ক্লাবের হয়ে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে সার্জিও রামোস খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গত গ্রীষ্মে পিএসজিতে পাড়ি দেওয়ার পর চোটের সঙ্গে লড়ছিলেন রামোস। সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই ফের এই ডিফেন্ডারের চোটের খবর সংবাদমাধ্যমে। অনুশীলনে পেশির চোটে পড়েছেন এই সেন্টার-ব্যাক।
লে প্যারিসিয়েন জানিয়েছিল, সম্প্রতি পেশির চোটে অনুশীলন শেষ না করে চলে যেতে হয়েছে রামোসকে। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো রবিবার নিশ্চিত করলেন, রামোসের পেশিতে চোট রয়েছে। সোমবার ফরাসি কাপের শেষ ষোলোতে নিসের বিপক্ষে রামোসের খেলা হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি।
রামোস অবশ্য তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে মুখিয়ে। ১৫ ফেব্রুয়ারি পার্ক দেস প্রিন্সেসের ম্যাচটির আগেই ফিট হওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করবেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ৯ মার্চ।