অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। ২১তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস গড়ার পর নিজের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জকোভিচের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন রাফায়েল নাদাল।
রবিবার দানিল মেদভেদেভকে হারিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেরার মুকুট জিতেন নাদাল। ৩৫ বছর বয়সী স্প্যানিশ তারকার যা ২১তম গ্র্যান্ড স্লাম।
এত দিন ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি ছিল রজার ফেদেরার, নোভাক জকোভিচ ও নাদালের।
চার বছর আগে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন ফেদেরার। ধীরে ধীরে সেই সংখ্যা ছুঁয়ে ফেলেন নাদাল এবং জোকোভিচ।
তিনজনের মধ্যে সবার আগে ২১তম গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল, বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে।
ফেদেরার ও জকোভিচ অবশ্য এই আসরে ছিলেন না। তবে নাদালের সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অভিনন্দন না জানিয়ে পারেননি।
নাদালের উদ্দেশে ফেদেরার লিখেছেন, ‘কী অসাধারণ ম্যাচ! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য আমার বন্ধু এবং পরম শত্রু রাফায়েল নাদালকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। ’
হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় ফেদেরার এই টুর্নামেন্টে খেলেননি।
নাদাল যখন ইতিহাস গড়লেন তখন ফেদেরার আরো লিখলেন, ‘আমার এবং বিশ্বের অগণিত মানুষের কাছে তোমার কঠোর পরিশ্রম, দায়বদ্ধতা এবং লড়াকু মানসিকতা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমার সঙ্গে এই সময়টা ভাগ করে নিতে পেরে এবং তোমাকে আরও সাফল্য পাওয়ার জন্য উজ্জীবিত করতে পেরে আমি গর্বিত।
গত ১৮ বছর ধরে তুমিও আমার জন্য সেটাই করেছ। আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করতে পারবে। তবে আগে এটা উপভোগ করো। ’
জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি ভিসা না পাওয়ায়। আসর শুরুর আগে যা নিয়ে নাটক হয়েছে অনেক। নাদালের সাফল্যে জকোভিচ লিখেছেন, ‘অভিনন্দন রাফায়েল নাদাল। ২১তম গ্র্যান্ড স্লাম জয় অসাধারণ অর্জন। সর্বদা দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা, যা অতীতেও সব সময় ছিল। ’
মেদভেদেভের বিপক্ষে প্রথম দুই সেটেই হেরে গিয়েছিলেন নাদাল। পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে রচনা করেন নতুন ইতিহাস।