Football: ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাসন গ্রিনউডকে

অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ম্যাসন গ্রিনউডকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ বছর বয়সী ফরোয়ার্ডের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন তার বান্ধবী। যার ভিত্তিতে রবিবার ম্যানচেস্টারের পুলিশ গ্রেপ্তার করে গ্রিনউডকে।

 

গ্রিনউডের বান্ধবী হ্যারিয়েট রবসন ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে এই তারকা ফুটবলারের বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন।

 

ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ওই ভিডিওতে দেখা যায়, হ্যারিয়েটের ঠোঁটে, চোখের কোণে, ঊরুতে একাধিক আঘাতের চিহ্ন।

 

পুলিশ গ্রিনউডের নাম না নিলেও এটা নিশ্চিত করেছে যে, ২০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণ ও নির্যাতনকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

 

জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে রাখা হবে। তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে।

 

গ্রিনউড তার বিরুদ্ধে ওঠা এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে তার ক্লাব জানায়, পরবর্তী নোটিশের আগ পর্যন্ত এই তারকা ফুটবলারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?