অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২০ রান। হাতে ছিল ৪ উইকেট। চার ইংলিশকে পরপর একাই ফেরান জেসন হোল্ডার।
সিরিজ নির্ধারণী ম্যাচে ৪ বলে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানের জয় এনে দিয়েছেন ৩০ বছর বয়সী পেসার। বার্বাডোজের কেনিংসটন ওভালে ক্যারিবিয়ানরা পাঁচ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডানকে লেগ-সাইড বাউন্ডারিতে ক্যাচ বানান হোল্ডার। পরের দুই বলেও একই জায়গায় উইকেট বিসর্জন দেন স্যাম বিলিংস ও আদিল রশিদ। পঞ্চম বলে শেষ উইকেট সাকিব মাহমুদকে বোল্ড করে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বারবাডিয়ান পেসার। পুরুষদের টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হোল্ডার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ সংগ্রহ পায় ৪ উইকেটে ১৭৯ রান। রভমেন পাওয়েল ১৭ বলে করেন অপরাজিত ৩৫, অধিনায়ক কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রান।
লক্ষ্য তাড়া করতে নামা ইংল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রাখেন জেমস ভিন্স। মিড-উইকেট বাউন্ডারিতে আকিল হোসেনের বলে ফেরার আগে ৩৫ বলে ৫৫ রান করেন তিনি।
পরের তিন ওভারে আরও তিন উইকেট নেন উইন্ডিজের এই বাঁ-হাতি স্পিনার।
১১৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। যেখানে আকিল ৩০ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। তবে বিলিংসের ৪১ রানের সুবাদে ম্যাচটা শেষ ওভারে নিয়ে যায় ইংল্যান্ড। তাতেই ইংলিশ পেসারদের কীভাবে শেষ ওভারে বল করতে হয় তা শেখালেন হোল্ডার। এক বল বাকি থাকতে মঈন আলীর দল থামে ১৬২ রানে। হোল্ডার ২৭ রান দিয়ে নেন ৫ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজ হেরে আপাতত ঘরে ফিরে যাবে ইংলিশরা। তবে তিন টেস্ট সিরিজ খেলতে ফের মার্চে ক্যারিবিয়ায় যাবে তারা। তার জন্য আসন্ন সপ্তাহে স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড।