অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। টানা সাত বছর আইপিএল থেকে দূরে থাকা মিচেল স্টার্ক আসছে আসরের নিলামে নিজের নাম তুলেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নিলাম থেকে নিজেকে প্রত্যাশার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা।
১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। স্টার্ক জানিয়েছেন, পরিবার ছেড়ে দীর্ঘ সময় বায়োবাবলে থাকা তার জন্য কঠিন হবে। তাই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তার।
স্টার্ক বলেন, ‘আইপিএলের নিলামে প্রবেশ করার থেকে এক ধাপ দূরে ছিলাম আমি। কিন্তু ব্যক্তিগত ভাবে ২২ সপ্তাহ আমি বায়োবাবলে থাকতে চাইনি। ’
বলেন, ‘একটা সময় এসেছিল, যখন ভেবেছিলাম যে আইপিএলে ফিরব। অস্ট্রেলিয়ার হয়ে যতটা খেলতে চাই, ঠিক ততটা ইচ্ছাই ছিল আইপিএল খেলার। কিন্তু আইপিএল না খেললে আমি এখন স্ত্রী অ্যালিসা ও পরিবারের সঙ্গে কাটাতে পারব। ’
আইপিএলে মাত্র দুই মৌসুম খেলেছেন স্টার্ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক এই তারকা সবশেষ খেলেন ২০১৫ সালে। দুই মৌসুমে ২৭ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন তিনি।
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে নিলাম থেকে দলে নেয়। কিন্তু পায়ের চোটে পুরো মৌসুমই খেলা হয়নি তার।