অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারী।। গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা (Covid 19) আক্রান্তের সংখ্যা ক্রমশই কমছে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারও সেই ধারা বজায় রইল। কিন্তু উদ্বেগ বাড়িয়ে শেষ ২৪ ঘন্টায় দেশের মৃতের সংখ্যা প্রায় হাজারের গণ্ডি ছুঁতে চলেছে।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন।
রবিবারের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। তবে সোমবার সকালে করোনা পজিটিভিটির হার কিছুটা বেড়ে হয়েছে ১৫.৭৭ শতাংশ। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৪ ঘন্টায় করোনা কেড়েছে ৯৫৯ জনের প্রাণ। যার মধ্যে কেরলেই মৃত্যু হয়েছে ৩৭৪ জনের।
দৈনিক আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় করোনা অ্যাকটিভ কেসও কমেছে। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমল। বর্তমানে করোনা চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮ জন। আগের দিনের থেকেও এই সংখ্যাটা প্রায় ৫০ হাজার কম। শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন। আক্রান্তের সংখ্যা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, রবিবারের সকাল পর্যন্ত গোটা দেশে ১৬৬ কোটি ৩ লক্ষ ৯৬ হাজার ২৭৭ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। করোনার দৈনিক সংক্রমণ কমলেও এতে উল্লসিত হওয়ার কিছু নেই বলে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। প্রত্যেক মানুষকেই করোনাজনিত সব ধরনের বিধিনিষেধ মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।