অনলাইন ডেস্ক, ৩১ জানুয়ারি|| গির্জা থেকে বাড়ি ফেরার সময় এক খ্রিস্টান ধর্মযাজককে হত্যা করেছে বন্দুকধারীরা। এতে আহত হয়েছেন তার আরেক সঙ্গী। ঘটনাটি ঘটেছে রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারে।
ঘটনাস্থলে নিহত যাজকের নাম পাস্তুর উইলিয়াম সিরাজ।
দুই সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় শহরটির রিং-রোডে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী গুলি চালায় তাদের গাড়ি লক্ষ্য করে।
এমনটাই নিশ্চিত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছেন বলেও জানায় তারা।
তবে তাৎক্ষণিকভাবে এই হত্যার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন। পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর হামলা এবারই প্রথম নয়।
২০১৩ সালে গির্জার বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অনেক মানুষ মারা গিয়েছিল। যা দেশটিতে খ্রিস্টানদের ওপর সবচেয়ে বড় আক্রমণগুলোর একটি।
পেশোয়ারে অতর্কিত এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চার্চ অব পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ধর্মযাজক আজাদ মার্শাল।
টুইট করে তিনি জানান, ‘আমরা বিচার চাই। আমরা চাই পাকিস্তানে খ্রিস্টানদের সরকার সুরক্ষা দিক। ’