অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারি|| মিশরের একটি আদালত সন্ত্রাস সংক্রান্ত বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।
বিচারিক সূত্রের বরাত দিয়ে রবিবারের এই রায়ের খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, এ দণ্ডাদেশ নিশ্চিত করতে আগামী ১৯ জুন এই আদালত বসার আগে মিশরের শীর্ষ ধর্মতাত্ত্বিক কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে এ রায় পাঠানো হবে। তবে এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পুলিশের ওপর হামলা ও অসন্তোষ ছড়ানোর দায়ে তারা এই শাস্তি দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের ৯ জন বর্তমানে কারাভোগ করছেন, বাকি একজন পলাতক।
শুনানিতে বলা হয়, অভিযুক্তরা ‘হেলাওয়ান ব্রিগেড’ নামে একটি গ্রুপ গড়ে তোলে। সরকার উৎখাতে কায়রো পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল তাদের।
মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেবে, গত বছর চীন-ইরানের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মিশরে। ২০১৩ সালে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্যাপক দমন-পীড়ন চালান মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
১৯২৮ সালে হাসান আল বান্না মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। দলটি শিক্ষা ও দাতব্য কাজে দিয়ে জনগণের মনোযোগ আকর্ষণ করে। ‘আরব বসন্তের’ পর ২০১২ সালে মিশরের ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড।
কিন্তু মাত্র ১ বছরের মাথায় সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়।