অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারী।। ২০২৫-২৭ সালের মধ্যে ৩,০০০-৩,৬০০ হাউইৎজার কেনার জন্য ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) আধুনিকীকরণের পরিকল্পনার কথা আগে শোনা গিয়েছিল। তবে বর্তমানে ধনুস এবং এটিএজিএস (অ্যাডভান্সড টোডেড আর্টিলারি গান সিস্টেম) কে কেন্দ্র করে এই ভাবনা সময়ের মধ্যে হয়তো বাস্তবায়িত হচ্ছে না।
যদিও এ ব্যাপারে চূড়ান্ত কিছু এখনও বলা হয়নি। তবে ইসরায়েলের অটোমেটিক টোড হাউইৎজার অর্ডন্যান্স সিস্টেম (এএইচওএস) ১৫৫ মিমি x ৫২ ক্যালিবারগুলো আর্টিলারি বন্দুককে ঘিরে এখনও জল্পনা রয়েছে। বিগত কয়েক বছর ধরে ইসরায়েলি এলবার্টের কথা শোনা গিয়েছে ভারতে৷
ভারতীয় সেনাবাহিনীতে আরও অর্জুন যুক্ত হতে চলেছে। কিন্তু সেটা কবে এবং কতগুলো, সে ব্যাপারে আপাতত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ইতিপূর্বে সেনার পক্ষ থেকে অভ্যন্তরীণ ট্রায়াল শুরু করা হয়েছিল। কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই খবর।
সেনাবাহিনীর ট্রায়াল সম্পর্কে সর্বশেষ মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত চলবে পরীক্ষা। সেনাবাহিনীর মতে, এটিএজিএস গ্রীষ্মকালীন ট্রায়ালগুলিতে কিছু নির্দিষ্ট পরামিতি অর্জন করতে পারেনি। যার ফলদ আরও পরিবর্তনের প্রয়োজন।
তবে একই প্যারামিটারগুলি ATHOS দ্বারা অর্জন করা হয়েছিল। সেনাবাহিনী আরও দাবি করে যে এটিএইচওএসের দাম মাত্র ১১ কোটি টাকা এবং এটি একটি হালকা বন্দুক। আনুমানিক ওজন ১৫ টন। না হলে এটিএজিএস ১৮ টন এবং প্রতি বন্দুকে প্রায় ১৬ কোটি টাকা খরচ করতে পারে।
এটিএজিএস ২০১৭ সাল থেকে এক ধরণের ট্রায়ালের অধীনে রয়েছে। এবং ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকবে এই পরীক্ষা। আগামী দিনে অর্জুন আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই ট্রায়াল পর্ব অর্জুন- কাহিনীর পুনরাবৃত্তির একটি ট্রেলার বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞদের অনেকে।