অনলাইন ডেস্ক, ২৯ জানুয়ারি|| দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে গেল আফগানদের জিম্বাবুয়ে সফর। ফেব্রুয়ারির শুরুতে হারারেতে সীমিত ওভারের সিরিজ খেলার কথা দু’দলের।
তবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতে এই সফর স্থগিত করা হয়েছে। মূলত গত ডিসেম্বরে এই সিরিজ শুরুর কথা।
কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে প্রথমবারের মতো পিছিয়ে যায় সফর।
তবে এবার সূচি পেছাল জিম্বাবুয়ের কারণে। শুক্রবার জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, তারা এই মুহূর্তে সীমিত ওভারের এই সিরিজের প্রয়োজনীয় সম্প্রচার সার্ভিস দিতে অক্ষম।
জিম্বাবুয়ে সফরে আফগানদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা। সঙ্গে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ফেব্রুয়ারিতে এই সিরিজ খেলতে রাজি হয়েছিল আফগানিস্তান।