অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারি|| মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
এদিকে রাশিয়া বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান দাবি প্রত্যাখ্যান করার পর সংকট সমাধানে তারা আর কোনো আশার আলো দেখছে না। তবে তারা ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা করছে না।
ইউক্রেন সীমান্তে এখনো ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যার ফলে পশ্চিমাদের আশঙ্কা রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া বলছে ইউক্রেনে তাদের হামলার কোনো পরিকল্পনা নেই।
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে, ফেব্রুয়ারী মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে এমন একটি সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে’।
‘তিনি প্রকাশ্যেই এটি বলেছেন এবং আমরা কয়েক মাস ধরেই বিষয়টি সম্পর্কে সতর্ক করে আসছি’।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ‘রাশিয়া ইউক্রেনে আরও আক্রমণ করলে তা প্রতিহত করতে মিত্র এবং অংশীদারদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুত থাকার বিষয়টিও পুনরায় নিশ্চিত করেছেন’।
জেলেনস্কি বলেছেন যে, তারা ‘উত্তেজনা কমানোর সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতের জন্য যৌথ পদক্ষেপের বিষয়ে একমত হয়েছেন’।
মার্কিন সংবাদ মাধ্যম আক্সিওস নাম প্রকাশ না করা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আক্রমণের হুমকিটা কতটা আসন্ন তা নিয়ে দুজনে একমত নয়। কিছু সামরিক বিশেষজ্ঞ বলছেন, রাশিয়া হয়তো ইউক্রেনের মাটি হিমায়িত হওয়ার জন্য অপেক্ষা করছে যাতে তারা ভারী সরঞ্জাম নিয়ে যেতে পারে।