স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৮ জানুয়ারী।।কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার ধনপুরস্থিত শান্তিনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে একটি স্পোর্টস কমপ্লেসের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। এছাড়া তিনি শান্তিনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করেন।
উদ্বোধকের ভাষণে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষ ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পরিকাঠামোকে ঢেলে সাজানোর লক্ষ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সার্বিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে রাজ্যের ১০০ স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলের আওতায় আনা হচ্ছে।
এছাড়া রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে বর্তমান সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে গড়ে তোলা হচ্ছে ৫০ একর জমিতে একটি ফরেনসিক ইউনিভার্সিটি, গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক এয়ারপোর্ট। প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গরীব অংশের জনগণকে বাসস্থানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যোগাযোগ পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে রাজ্যের উদয়পুর থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সবকা সাথ সবকা বিকাশ এর ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে বাস্তবায়িত করতে তিনি সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলা শিক্ষা আধিকারিক এইচ লোখ, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক রতন ভৌমিক এবং শান্তিনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সুভাষ দেবনাথ প্রমুখ। স্বাগত ভাষণ দেন শান্তি নগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোপা দত্ত।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লকের বিডিও প্রবাল কান্তি দেব, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বিন্দু দেবনাথ এবং মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শান্তিনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় প্রতি মন্ত্ৰী শ্রামতি ভৌমিক কাঠালিয়া ব্লক এলাকার আরো ৬টি বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও শিলান্যাস করেন।
এগুলি হল, নিয়া রামঠাকুর মন্দিরের শিলান্যাস, নির্ভয়পুর রাস্তার শিলান্যাস, নির্ভয়পুর মার্কেটস্টল উদ্বোধন ঘোষ পাড়া রাস্তার শিলান্যাস, বাগানবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের শিলান্যাস ইত্যাদি। এই সকল প্রজেক্টে মোট বায় হবে ১৩ কোটি টাকা৷