অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। দুটো অর্ধে অধিবেশন হবে। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ মার্চ শেষ হবে ৮ এপ্রিল। বাজেট পেশের আগে ৩১ জানুয়ারি সংসদে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি।
সূত্রের খবর, ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট বক্তৃতা দেড় থেকে দুই ঘন্টা চলবে। তবে প্রয়োজনে সময়সীমা বাড়তেও পারে। ২০২১- এর মত চলতি বছরেও বাজেট হতে চলেছে পেপারলেস। অর্থমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন। করোনাজনিত কারণেই পেপারলেস বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী নিজে ট্যাব দেখে বাজেট পেশ করবেন। এবার বাজেট হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল। তবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছাপা হবে। বাজেট পেশ সরাসরি সংসদ টিভিতে দেখা যাবে। এছাড়াও প্রতিটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও এই বাজেট পেশ দেখা যাবে।
এছাড়াও ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতেও দেখানো হবে বাজেট পেশ। পাশাপাশি বাজেট দেখতে কেন্দ্র একটি মোবাইল অ্যাপ তৈরি রেখেছে। এই অ্যাপটির নাম ‘বাজেট মোবাইল অ্যাপ’। এই অ্যাপ খুলেও মানুষ বাজেট দেখতে পারবেন।
প্রশ্ন হল, ২০২২ এর বাজেটে অর্থমন্ত্রী কোন বিষয়গুলোর উপর জোর দেবেন? আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরিস্থিতিতে ভেঙেপড়া দেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে বিশেষ কিছু পদক্ষেপ করবেন অর্থমন্ত্রী। পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে বিভিন্ন শিল্পকে উৎসাহ দিত অর্থমন্ত্রী বিভিন্ন ছাড়ের ব্যবস্থা করতে পারেন।
অন্যদিকে করদাতারা মনে করছেন, তাঁরাও এবার কিছু ছাড় পাবেন। করোনা পরিস্থিতিতে সকলেরই আয় কমেছে। তাই কর ছাড় দিয়ে সরকার কিছুটা সুরাহার ব্যবস্থা করতে পারে। তবে শেষ পর্যন্ত কি হবে তা দেখার জন্য সকলকেই ১ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।