Bihar Protest: জ্বলছে বিহার, টু শব্দটি পর্যন্ত করননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। টু শব্দটি পর্যন্ত করননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত কয়েক দিন ধরে জ্বলছে বিহার (Bihar)।  ২৬ জানুয়ারি ট্রেনে অগ্নিকাণ্ড। এখনও অশান্ত পাটনা- সহ একাধিক জায়গা। নীরব নীতিশ (Nitish Kumar)।

 

রাজধানী পাটনা-সহ একাধিক জায়গায় ট্রেনে দাঙ্গা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার জেরে আজ বিহার বনধের ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতৃত্বে মহাজোটের শরিক দলগুলির কর্মীরা পাটনা, বৈশালী, সমস্তিপুর, মুজফ্ফরপুর, দারভাঙ্গা, ঔরঙ্গাবাদ সহ বিহারের সমস্ত ছোট ও বড় শহরগুলিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইতিমধ্যে।

 

আন্দোলন আর নেহাত পড়ুয়াদের মধ্যে সীমিত নেই। রাজনীতির রঙ লেগেছে তাতে। কিন্তু সবকিছু জেনেও মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর দলের পক্ষ কিছু প্রতিক্রিয়া পাওয়া গেলেও তিনি চুপ। বিস্মিত রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যের অভিভাবক হিসাবে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি শান্তির জন্য আবেদন কিংবা উপদ্রব সম্পর্কে প্রতিক্রিয়া, কোনো বিষয়েই তিনি মুখ খোলেননি।

 

তবে তাঁর দলের জাতীয় সভাপতি লালন সিং বৃহস্পতিবার বলেছেন যে শিক্ষার্থীদের এহেন আচরণ আরআরবি এনটিপিসি পরীক্ষা প্রক্রিয়া এবং ফলাফলের ত্রুটিগুলির বিরুদ্ধে প্রতিক্রিয়া। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এখনও পর্যন্ত দেখা মেলেনি তেজস্বী যাদবেরও। বিরোধী দলনেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব গত পনেরো দিন ধরেই রাজনীতির ময়দান থেকে দূরে রয়েছেন।

 

জানুয়ারির ১ তারিখে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পর থেকে কোনো টুইট করেননি তিনি। গত ৩ জানুয়ারি রিটুইট করেছিলেন। কিন্তু এরপর তাঁর টুইটার হ্যান্ডেলে বিরাজ করছে নীরবতা। বিহারের যুব সমাজের একজন নেতা হিসেবে উঠে এসেছিলেন তেজস্বী।

 

ছাত্র আন্দোলনের সময় তাঁর নিস্তব্ধতা চোখে পড়ছে বিশেষভাবে। তেজস্বীর ছোট ভাই তেজ প্রতাপকে অবশ্য কিছুটা হলেও সক্রিয় দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্র আন্দোলনকে সমর্থন করে লাগাতার সরকারকে নিশানা করে চলেছেন তিনি।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?