অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। গ্রেট ব্যারিয়ার রিফ বা সমুদ্রের প্রবাল-প্রাচীর রক্ষায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার (১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার। ৯ বছর ধরে গ্রেট ব্যারিয়ার রিফের জলের গুণমান ও অন্যান্য দিকগুলোর উন্নতিতে এই অর্থ ব্যয় করা হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে যা কিছু হুমকিতে তার একটি তালিকা প্রকাশ করে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা। বিপদাপন্নের সেই তালিকায় আরেকটু হলে নাম উঠে যেতো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফেরও।
তালিকায় নাম এড়ানোর কয়েক মাসের মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ রক্ষায় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার এই অর্থ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে সতর্ক করেছেন, জলবায়ু পরিবর্তনে প্রবাল-প্রাচীরকে হুমকির হাত থেকে ঠেকিয়ে রাখা যাবে না।
১৯৮১ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম ওঠে এ প্রবাল-প্রাচীরের। ২০১৭ সাল থেকে এটি ‘বিপদাপন্ন’ কি-না এ নিয়ে বিতর্ক চলছে। গত বছরের জুনে ইউনেসকো জানায়, বিশ্ব ঐতিহ্য থেকে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের নাম ‘বিপদাপন্ন’ তালিকায় নামিয়ে আনার কথা ভাবছে তারা। তবে এ নিয়ে জোরালো প্রতিবাদ ওঠে দেশটিতে।
অস্ট্রেলিয়ার প্রায় কয়েক হাজার লোকের চাকরি নির্ভর করছে এই প্রবাল-প্রাচীরের ওপর। যার কারণে পর্যটন রক্ষায় গ্রেট ব্যারিয়ার রিফকে রক্ষায় নামছে দেশটি।
শুক্রবার প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘প্রায় ৬৪ হাজার লোকের চাকরি নির্ভর করছে প্রবাল-প্রাচীরের ওপর। ’