অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের মজবুত করতে আরও এক ধাপ এগোল ভারত। শুক্রবার সামুদ্রিক নিরাপত্তাকে উৎসাহিত করার জন্য একেবারে দেশীয় অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এমকে III (ALH MK III) বিমানটি পোর্ট ব্লেয়ারে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফ, লেফটেন্যান্ট জেনারেল অজয় সিং বিমানটিকে আইএনএস উৎক্রোশে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন।
বিগত দুই দশক ধরে ভারতের একমাত্র যৌথ থিয়েটার কমান্ড হিসেবে গড়ে ওঠার পর এ অ্যান্ড এন কমান্ডের সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এএলএইচ এমকে III বিমানটি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে এবং সামরিক বিমানের ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে একটি অসাধারণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে।
এখন পর্যন্ত, এই বিমানগুলির মধ্যে ৩০০ টিরও বেশি এইচএএল দ্বারা সরবরাহ করা হয়েছে এবং সশস্ত্র বাহিনী দ্বারা ওড়ানো হচ্ছে।
জানা গিয়েছে, এএলএইচ এমকে III নৌবাহিনীর এই বিমানটিকে সব ধরণের আবহাওয়াতেই কাজে লাগানো যায় । এই ব্যবস্থাপনা স্থাপন করার ফলে ভারতীয় নৌবাহিনী এখন প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতেও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় বিমানের মধ্যে পরিষেবা দিতে পারবে ।