অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। যত সময় এগোচ্ছে ততই জোরদার হচ্ছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিহার -উত্তরপ্রদেশের আন্দোলনরত পড়ুয়ারা এবার বিহার বনধের ডাক দিলেন।
সিপিআই(এমএল)-এর ছাত্র ইউনিয়ন আইসা এবং অন্যান্য যুব সংগঠনগুলি শুক্রবার “বিহার বনধ”-এর ডাক দিয়েছে। সেইসঙ্গে কেন্দ্রের তরফ থেকে গঠিত কমিটিকেও প্রত্যাখ্যান করেছে।
আইসা-র সাধারণ সম্পাদক ও বিধায়ক সন্দীপ সৌরভ-সহ অন্যান্যরা এক বিবৃতিতে জানিয়েছেন, মন্ত্রক যে কমিটি গঠন করেছে, তা উত্তরপ্রদেশের নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার ‘ষড়যন্ত্র’। প্রার্থীদের প্রশ্ন তোলা নিয়ে কোনও সন্দেহ নেই। চরম বেকারত্বের মুখোমুখি ছাত্র যুবদের এই বিশাল আন্দোলন এমন এক সময়ে উদ্ভূত হয়েছে যখন ইউপিতে একটি নির্বাচন রয়েছে। এর চাপে সরকার ও রেলওয়ের এই প্রস্তাব এসেছে এবং নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার ষড়যন্ত্র করা হচ্ছে।
রেলের চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ তুলে দফায় দফায় সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁদের এই বিক্ষোভের অশান্ত হয়ে উঠেছে বিহার ও উত্তরপ্রদেশ। এহেন ঘটনাকে ঘিরে উদ্বিগ্ন কেন্দ্র। বিগত কয়েক দিন ধরে আরআরবি-এনটিপিসি-র ফলাফলে কারচুপির বিরুদ্ধে উত্তরপ্রদেশ-বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।
বুধবার গয়া জংশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে পুলিশ বলে খবর।