অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। মানব স্বাস্থ্যক্ষেত্রে গবেষণায় সহযোগিতার লক্ষ্যে ভারত ও ফ্রান্সের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহায়তার এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে গতকাল একটি মউ বা সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, ভারতের সিএসআইআর ও ফ্রান্সের ইনস্টিটিউট পাস্তুর যৌথভাবে সংক্রামক রোগ-ব্যাধি এবং বংশগত শারীরিক অসুস্থতার ক্ষেত্রে একযোগে গবেষণা চালাবে।
এর ফলে, ভারত ও ফ্রান্সের মানুষ আরও সুলভে এ ধরনের অসুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা পাবেন। সিএসআইআর এবং ইনস্টিটিউট পাস্তুর-এর বিজ্ঞানী তথা গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে মানব স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের সম্ভাবনাময় দিকগুলি নিয়ে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলার সংস্থান রয়েছে।
সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে এবং ফ্রান্সের ইনস্টিটিউট পাস্তুর-এর প্রেসিডেন্ট অধ্যাপক স্টেওয়ার্ট কোল দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন। ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেইন দুই দেশের মধ্যে এই উদ্যোগের প্রশংসা করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতে সমঝোতাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করেন।
ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের পক্ষ থেকে ডেপুটি চিফ অফ মিশন ডঃ প্রফুল্ল চন্দ্র শর্মা এই সহযোগিতায় পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্ব মানবের কল্যাণে স্বাস্থ্যক্ষেত্রে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে জানান, বর্তমান মহামারীর প্রেক্ষিতে এই সমঝোতাপত্র অত্যন্ত কার্যকর হয়ে উঠবে।
মউ স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের বিদেশ মন্ত্রকের এবং ফ্রান্সের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিএসআইআর-এর স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রের উচ্চপদস্থ আধিকারিক, ইনস্টিটিউট পাস্তুর-এর ১৫ সদস্যের প্রতিনিধিদল ভার্চ্যুয়াল পদ্ধতিতে এক বৈঠকে অংশ নেন।
উভয় প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ২০১৯ সালে শুরু হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা স্মরণ করে বলেন, মানব স্বাস্থ্যের কল্যাণে সেল বায়োলজি, ভাইরলজি, ভ্যাক্সিন উদ্ভাবন, সংক্রামক রোগ-ব্যাধি, জেনেটিক্স স্টাডিজ প্রভৃতি ক্ষেত্রে একযোগে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে।
মানবকল্যাণের স্বার্থে ফলপ্রসূ সহযোগিতা গড়ে তুলতে ফ্রান্সের ইনস্টিটিউট পাস্তুর-এর সঙ্গে সিএসআইআর একযোগে কাজ করতে আগ্রহী।