অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি|| আইভরি কোস্টকে পেনাল্টি শুট-আউটে ৫-৪ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসর। ক্যামেরুনে দু’দলের ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত সমতায় ছিল ০-০ ব্যবধানে।
টাইব্রেকারে তৃতীয় রাউন্ডে এরিক বেইলির স্পট-কিক রুখে দেন বদলি হিসেবে নামা মিসরের গোলরক্ষক গাবাস্কি। এরপর অধিনায়ক মোহামেদ সালাহর নিষ্পত্তিমূলক শটে শেষ আট নিশ্চিত করে উত্তর আফ্রিকানরা।
রেকর্ড সাতবারের আফ্রিকা কাপ চ্যাম্পিয়নরা কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরক্কোকে।
শেষ ষোলোর আরেক ম্যাচে মালিকে চমকে দিয়েছে ইকোটোরিয়াল গিনি। মধ্য আফ্রিকার দেশটির জয়ের নায়ক গোলরক্ষক জেসুস ওয়োনো।
পেনাল্টি শুট-আউটে মালিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইকোটোরিয়াল গিনি। টাইব্রেকারে দুটি গোল রুখে দেন ২০ বছর বয়সী ওয়োনো। তার আগে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি ০-০ ব্যবধানে ড্র ছিল। ইকোটোরিয়াল গিনি সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেনেগালকে।