Railway: কুয়াশার প্রকোপ, একাধিক ট্রেনের গতিপথ সহ সময়সূচির বদল করা হল

 

অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র সহ হিমাচলপ্রদেশ, অসম, জম্মু-কাশ্মীর সহ দেশের একাধিক রাজ্য শীতে জবুথবু। বেড়েছে কুয়াশার প্রকোপ।

 

এর ফলে ভারতীয় রেলের পক্ষ থেকে একাধিক ট্রেনের গতিপথ সহ সময়সূচির বদল করা হল। ২৭ জানুয়ারি আবহাওয়ার কারণে ৪৯৩ টি ট্রেন বাতিল করেছে । উত্তর রেলওয়ের মতে, কুয়াশার কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গেছে। ধীরগতিতে চলছে ট্রেন।

 

প্রজাতন্ত্র দিবসের দিন ঠান্ডা এবং কুয়াশা দুটিই বেশি থাকায় ১১৬৩টি ট্রেন বাতিল ২৫টি ট্রেনের স্টেশন পরিবর্তন এবং এবং ২১টি ট্রেনের গতিপথ সংক্ষিপ্তভাবে বন্ধ করা হয়েছিল।

 

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে নয়া দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মধ্যে চলাচলকারী ট্রেনগুলি৷

 

ভারতীয় আবহাওয়া অধিদফতরের (IMD) তথ্য অনুসারে, ২৪ জানুয়ারি পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের যে পরিমাণ রেকর্ড করা হয়েছে তা স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ২২৯ মিলিমিটার বেশি।

 

প্রসঙ্গত, ঠাণ্ডায় জবুথবু রাজধানী। ঘন কুয়াশা এবং কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত পঞ্জাব এবং হরিয়ানায়। রাজ্যের একাধিক এলাকায় তাপমাত্রা নেমেছে অনেকটাই নীচে। আগামী কয়েকদিন জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই কনকনে ঠাণ্ডা থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?