অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারি|| রভমেন পাওয়েলের অসাধারণ সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ২০ রানে জিতেছে ক্যারিবীয়রা।
রান বন্যার ম্যাচটিতে ব্যাট হাতে ঝড় তোলেন পাওয়েল। তার ৫৩ বলে ১০৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১০ ছয় ও ৪ চারে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে ইংলিশ বোলারদের ওপর যতটা নির্মম হওয়া যায়, তাই ছিলেন পাওয়েল।
নিকোলাস পুরানের সঙ্গে তৃতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়েন তিনি। পুরানও ঝড় তুলেছেন ব্যাটে। ৪৩ বলে খেলেন ৭০ রানের ইনিংস। দুজনের ব্যাটে ৫ উইকেটে ২২৪ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে যা তাদের সর্বোচ্চ স্কোর।
জবাব দিতে নেমে ইংলিশরাও নির্মম হয়ে ওঠেন উইন্ডিজ বোলারদের ওপর। টম বেন্টনের ৩৯ বলে ৭৩ এবং অভিষিক্ত ফিল সল্টের ২৪ বলে ৫৭ রানের সুবাদে ৯ উইকেটে ২০৪ রানে থামে ইংলিশরা। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান।
এই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে উইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে শনি ও রবিবার।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ২২৪/৫ (২০ ওভার): পাওয়েল ১০৭ (৫৩), পুরান ৭০ (৪৩)
ইংল্যান্ড ২০৪/৯ (২০ ওভার): বেন্টন ৭৩ (৩৯), সল্ট ৫৭ (২৪); শেফার্ড ৩/৫৯