অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসকে ডুডল হিসেবে বেছে নিল গুগল। বুধবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেই গুগলে ক্লিক করলে দেখা যায় এই ডুডল।
ভারতীয় বাদ্যযন্ত্র৷ জাতীয় পতাকা, ভারতের ঐতিহ্য কে তুলে ধরা হয়েছে ডুডলে। চলতি বছরে রাজধানী দিল্লির বিশেষ প্যারেডকে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হল গুগল ডুডলে। ৭৩তম সাধারণতন্ত্র দিবসে গুগল ই সার্চ ইঞ্জিনের ডুডলে প্যারেডের এই চিত্র দেখে, স্বাভাবিকভাবেই গর্বিত কাশ্মীর থেকে কন্যাকুমারী সকল ভারতবাসী।
এর আগেও গতবছর ৭২ তম প্রজাতন্ত্র দিবসেও ডুডল বানিয়ে গুগল ভারতের প্রজাতন্ত্র দিবসকে শ্রদ্ধা জানিয়ে ছিল। চলতি বছরে ডুডলে দেখা যাচ্ছে একটি হাতি, একটি উট, একটি কুকুর, লাল তবলা ও কুচকাওয়াজের পথ।
উল্লেখ্য একটি স্বাধীন প্রজাতন্ত্র হয়ে ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংবিধানটি ২৬ নভেম্বর ১৯৪৯ সালে ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল এবং ২৬ জানুয়ারি ১৯৫০ সালে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সঙ্গে এটি কার্যকর হয়েছিল।
১৯২৯ সালের ডিসেম্বরে, পন্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে লাহোরে কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে একটি রেজুলেশন পাস করে ঘোষণা করা হয় যে, ব্রিটিশ সরকার ১৯৩০ সালের ২৬ জানুয়ারির মধ্যে ভারতকে স্ব-কর্তৃত্বের মর্যাদা না দিলে ভারতকে সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হবে। তাই ভারত স্বাধীন হওয়ার পর ২৬ জানুয়ারিকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়।