অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য প্রথমবার সিনিয়রদের দলে ডাক পেয়েছেন লেগ-স্পিনার রবি বিষ্ণুই। বুধবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই।
নির্বাচকরা স্কোয়াডে জায়গা দিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার দীপক হুদা ও কুলদীপ যাদবকে। দুজনই আছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াডে।
তবে নেই রবিচন্দ্রন অশ্বিন। চিকিৎসার জন্য এই অফ-স্পিনার না থাকলেও দলে ফিরেছেন তার তামিলনাড়ু সতীর্থ ওয়াশিংটন সুন্দর। কভিড আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি ২২ বছর বয়সী স্পিনার।
বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামিকে। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার। চোট থেকে সেরে না ওঠায় নেই দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজা।
তবে ভারতের জন্য সুখবর, দলে ফিরেছেন রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে এই টপ-অর্ডার ব্যাটারকে।
ভারতের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ইডেন গার্ডেনে। শুক্রবার এই সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে উইন্ডিজ।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকওয়ার্ড, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজুবেন্দ্রে চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণ, আভাস খান।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, ভেঙ্কটেশ আয়ার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণুই, অক্ষর প্যাটেল, যুজুবেন্দ্রে চাহাল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, আভাস খানও ও হার্শাল প্যাটেল।