অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। ২০১৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের পরামর্শক হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে কিংবদন্তি এই লঙ্কান পেসারের।
অস্ট্রেলিয়ার সফরে পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গার নাম সুপারিশ করেন শ্রীলঙ্কার ক্রিকেট দলের পরামর্শক মাহেলা জয়াবর্ধনে।
বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘শ্রীলঙ্কার বোলারদের সাহায্যের জন্য মালিঙ্গা স্বল্পমেয়াদি ভূমিকায় নতুন বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করবেন। ’
মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। ড্রেসিংরুমে এই সাবেক পেসারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জয়াবর্ধনে।
সীমিত ওভারের কিংবদন্তি পেসার মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্ট, ২২৬ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পাওয়া চার বোলারদের একজন তিনি।
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার পাঁচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ ফেব্রুয়ারি থেকে। লঙ্কানদের মাঠে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচটি হবে মানুকা ওভালে। শেষ দুই ম্যাচে হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), অভিষেক ফার্নান্দো, পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্সিড, দিনেশ চান্দিমাল, চামিকা করুনারত্নে, জানিথ লিয়ানাগে, কামিল মিশ্র, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান তুষারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, মহিশ থিকসানা, জেফ্রি ভেন্ডারসে, প্রবীন জয়াবিক্রমা, শিরান ফার্নান্দো (মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)।