অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন কেমার রোচ, এনক্রুমাহ বোনার ও ব্রেন্ডন কিং। এই সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে।
পেসার রোচ ৯২ ওয়ানডে খেলে নিয়েছেন ১২৪ উইকেট। তাকে উইন্ডিজের হয়ে ৫০ ওভারে ক্রিকেটে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে, পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে।
অন্যদিকে, টপ-অর্ডার ব্যাটার বোনার উইন্ডিজের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জানুয়ারিতে, বাংলাদেশের বিপক্ষে। ক্যারিবিয়ানদের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন তিনি। ৬৭টি লিস্ট-এ ম্যাচ খেলে তার রান ১৯৫৬।
২০১৯-২০ মৌসুমে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ক্যারিবিয়ানদের ওয়ানডে দলে আর দেখা যায়নি কিংকে। এই টপ-অর্ডার ব্যাটার ২০২১-২২ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন।
ভারতের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ইডেন গার্ডেনে। শুক্রবার এই সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, এনক্রুমাহ বোনার, ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালস জুনিয়র।