অনলাইন ডেস্ক, ২৭ জানুয়ারী।। ফের মাওবাদী হামলা। ফের গিরিডির কাছে বিস্ফোরণ। নাশকতার জেরে ধানবাদ গিরিডি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচলে বিঘ্ন। বেশ কিছু ট্রেন আটকে আছে। ঝাড়খণ্ড জুড়ে বড়সড় হামলার ছক করেছে সংগঠনটি।
সাধারণতন্ত্র দিবসে দিনভর মাওবাদী হামলার আশঙ্কা ছিল। এর মাঝে রেলের চাকরি নিয়োগে ব্যাপক দূর্নিতীর জেরে বিহারের গয়া ছিল প্রবল উত্তপ্ত। গয়া জংশনে ট্রেনে আগুন ধপানো হয়।
এই বিক্ষোভের মাঝে রাতে হয়েছে ঝাড়খণ্ডে মাওবাদী হামলা। পূর্ব ঘোষণা মতো মাওবাদীরা ২১-২৬ জানুয়ারি প্রতিরোধ দিবস পালন করে। সাধারণতন্ত্র দিবসের গভীর রাতে বিস্ফোরণে গিরিডির কাছে ট্রেন লাইনের কিছু অংশ উড়িয়ে দেওয়া হয়। এতে গিরিডি ধানবাদ ও হাওড়ার মধ্যে ট্রেন চলাচলে বিঘ্ন তৈরি হয়েছে।
পূর্ব মধ্য রেল মূখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানান, গভীর রাতে ধানবাদ ডিভিশনের করমাবাদ-চিচারি স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর জেরে হাওড়া-দিল্লির মধ্যে মধ্য গোমো অংশে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ। একের পর এক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে। বেশ কিছু ট্রেনের যাত্রাসূচি পরিবর্তিত। কিছু ট্রেনের রুট বদলানো হয়েছে।
সাধারণতন্ত্র দিবসের আগেও গিরিডির কাছে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। তাদের অন্যতম নেতা প্রশান্ত বসু (কিষান দা) কে ঝাড়খণ্ড থেকেই গ্রেফতার করার পর নাশকতা আক্রমণ শুরু করেছে মাওবাদীরা।