অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। বাবা হলেন অলরাউন্ডার যুবরাজ সিং। মঙ্গলবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ।
নিজের অফিশিয়াল টুইটার পেজে খবরটি নিশ্চিত করেন যুবরাজ। তবে সদ্যোজাত সন্তানের কোনো ছবি পোস্ট করেননি তিনি।
বাবা হওয়ার খবর জানিয়ে যুবরাজ টুইটারে লেখেন, ‘আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। তা হলো, আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা উচ্ছ্বসিত হয়ে এই খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’
একই সঙ্গে সন্তানের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করে ৪০ বছর বয়সী তারকা আরও লেখেন, ‘এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন। ভালোবাসা-সহ হ্যাজেল ও যুবরাজ। ’
যুবরাজের বাবা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। ২০১৬ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেন যুবরাজ। এবার প্রথম বাবা-মা হলেন দু’জনে।