অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। বাংলা টেলিভিশনের দুই পরিচিত মুখ তিয়াসা রায় এবং সুবান রায়, বাস্তব জীবনে স্বামী-স্ত্রী। তবে তাদের সম্পর্ক ঘিরে বিগত বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়াচ্ছে।
তিয়াসা এবং সুবানের সম্পর্কে চিড় ধরেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। আগে সোশ্যাল মিডিয়াতে যেমন প্রায় দুজনকে একসঙ্গে দেখা যেত এখন আর তেমন দেখা যায় না। এখন জন্মদিনের পার্টি থেকে শুরু করে কোথাও ঘুরতে গেলে একাই যান তিয়াসা। সঙ্গে থাকেন না সুবান।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সুবান জানিয়েছেন তাদের মধ্যে বিচ্ছেদ এখনো হয়নি। তবে তাদের মধ্যে যে দূরত্ব বেড়ে গিয়েছে এটা সুবানের কথায় স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন আগে তিয়াসাকে সবকিছু হাতে ধরে শেখাতে হতো। তখন কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারতেন না। সুবান বলেছেন তিনি আগে নিজের ইচ্ছামত চলতে পারেন না। এখন অবশ্য তিনি নিজের মত জীবন কাটাতে চান।
সুবান বলেছেন তিয়াসাকে স্বাধীনতা দিয়েছেন তিনি। তাই এখন আর তাকে আগের মতো আগলে রাখেন না। সুবান সাক্ষাৎকারে বলেন বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে তিনি এড়িয়ে যাবেন না। মেনে নেবেন। উল্লেখ্য মাঝে কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। যদিও সুবান অবশ্য সেসব নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেন কৃষ্ণকলির প্রচারের জন্য মদন মিত্রসহ অনেকের সঙ্গেই যোগাযোগ রেখেছিলেন তিয়াসা।
সুবান এবং তিয়াসার সম্পর্কের মাঝে দূরত্ব বেড়েছে। তা অভিনেত্রীর স্বামীর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। তিয়াসা আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে অভিনয় জগতে পা রেখেছিলেন। তখন তিনি ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানতেন না। তখন তার পাশে ছিলেন সুবান। তিনিই অভিভাবক হয়ে উঠেছিলেন তিয়াসার।