অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। পদ্ম পুরস্কারের পাশাপাশি শৌর্য চক্রে সম্মানিতদের তালিকাও প্রকাশিত হয়েছে। দেশে মাতৃকার সেবায় নিয়োজিত ১২ জন জওয়ান রয়েছেন প্রাপকদের তালিকায়। যার মধ্যে শহীদ হয়েছেন ৯ জন জওয়ান।
ভারতের তৃতীয় সর্বোচ্চ পদক হিসেবে বিবেচিত হয় শৌর্য চক্র। বীরদের বরণ করে নেওয়া হয় এই সম্মানের মধ্যে দিয়ে। এ বছর পদক পাচ্ছেন সেনা জওয়ানের ৫ জন, আসাম রাইফেলসের ১ জওয়ান এবং ৬ জন সিআরপিএফ জওয়ান। শহীদ হয়েছেন ৯ জন।
জম্মু-কাশ্মীরে দেশের স্বার্থে প্রাণ ত্যাগ করেছেন- নায়েব সুবেদার শ্রীজিৎ এম (১৭ মাদ্রাজ), হাবিলদার অনিল কুমার তোমর (রাজপুত/৪৪ রাষ্ট্রীয় রাইফেলস), কাশিরায় বাম্মনাল্লি (ইঞ্জিনিয়ার্স/৪৪ আরআর), পিংকু কুমার (জাট/৩৪ আরআর) এবং সিপাহী মারুপ্রলু যশবন্ত কুমার রেড্ডি (১৭ মাদ্রাজ)।
সিআরপিএফ জওয়ানদের মধ্যে মরণত্তোর সম্মান পাচ্ছেন- হেড কনস্টেবল অজিত সিং এবং কুলদীপ কুমার উরাওয়ান, কনস্টেবল বিকাশ কুমার এবং পূর্ণনাদ। নিরাপত্তার কাজে নিয়োজিত বাকি দুই সিআরপিএফ জওয়ান- কমান্ড্যান্ট দিলীপ মালিক এবং সহকারী কমান্ড্যান্ট অনিরুদ্ধ প্রতাপ সিং।
৫ আসাম রাইফেলসের রাইফেলম্যান রাকেশ কুমারকেও বীরদের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ আসামে বিদ্রোহ বিরোধী অভিযানে অনন্য ভূমিকা নিয়েছিলেন তিনি।