Shaurya Chakra: পদ্ম পুরস্কারের পাশাপাশি শৌর্য চক্রে সম্মানিতদের তালিকাও প্রকাশিত

 

অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। পদ্ম পুরস্কারের পাশাপাশি শৌর্য চক্রে সম্মানিতদের তালিকাও প্রকাশিত হয়েছে। দেশে মাতৃকার সেবায় নিয়োজিত ১২ জন জওয়ান রয়েছেন প্রাপকদের তালিকায়। যার মধ্যে শহীদ হয়েছেন ৯ জন জওয়ান।

 

ভারতের তৃতীয় সর্বোচ্চ পদক হিসেবে বিবেচিত হয় শৌর্য চক্র। বীরদের বরণ করে নেওয়া হয় এই সম্মানের মধ্যে দিয়ে। এ বছর পদক পাচ্ছেন সেনা জওয়ানের ৫ জন, আসাম রাইফেলসের ১ জওয়ান এবং ৬ জন সিআরপিএফ জওয়ান। শহীদ হয়েছেন ৯ জন।

 

জম্মু-কাশ্মীরে দেশের স্বার্থে প্রাণ ত্যাগ করেছেন- নায়েব সুবেদার শ্রীজিৎ এম (১৭ মাদ্রাজ), হাবিলদার অনিল কুমার তোমর (রাজপুত/৪৪ রাষ্ট্রীয় রাইফেলস), কাশিরায় বাম্মনাল্লি (ইঞ্জিনিয়ার্স/৪৪ আরআর), পিংকু কুমার (জাট/৩৪ আরআর) এবং সিপাহী মারুপ্রলু যশবন্ত কুমার রেড্ডি (১৭ মাদ্রাজ)।

 

সিআরপিএফ জওয়ানদের মধ্যে মরণত্তোর সম্মান পাচ্ছেন- হেড কনস্টেবল অজিত সিং এবং কুলদীপ কুমার উরাওয়ান, কনস্টেবল বিকাশ কুমার এবং পূর্ণনাদ। নিরাপত্তার কাজে নিয়োজিত বাকি দুই সিআরপিএফ জওয়ান- কমান্ড্যান্ট দিলীপ মালিক এবং সহকারী কমান্ড্যান্ট অনিরুদ্ধ প্রতাপ সিং।

 

৫ আসাম রাইফেলসের রাইফেলম্যান রাকেশ কুমারকেও বীরদের সম্মানে সম্মানিত করা হয়েছে৷ আসামে বিদ্রোহ বিরোধী অভিযানে অনন্য ভূমিকা নিয়েছিলেন তিনি।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?