অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, অভিভাবকদের উচিৎ সমকামী সন্তানদের নিন্দা না করে তাদের পরিবারের স্বাভাবিক সদস্য হিসেবেই মেনে নেওয়া।
বুধবার শ্রোতাদের উদ্দেশ্যে তার সাপ্তাহিক অলিখিত বক্তব্যে একথা বলেন পোপ ফ্রান্সিস। এসময় তিনি বাবা-মায়েরা সন্তান লালন-পালন করতে গিয়ে যেসব সমস্যায় পড়তে পারেন সেসব নিয়ে কথা বলেন।
ফ্রান্সিস বলেন এসব সমস্যার মধ্যে রয়েছে, ‘বাবা-মায়েরা তাদের সন্তানদের মধ্যে ভিন্ন ভিন্ন যৌন প্রবণতা দেখলে কীভাবে তা হ্যান্ডেল করবেন, কীভাবে তাদের সন্তানদের সঙ্গে থাকবেন এবং নিন্দার মনোভাব পেছনে লুকিয়ে রাখবেন’।
এর আগে তিনি একবার বলেছিলেন যে, সমকামীদেরও তাদের পরিবারের কাছে সন্তান এবং ভাইবোন হিসাবে গৃহীত হওয়ার অধিকার রয়েছে। সমকামীদের পরিবারের উচিৎ তাদেরকে স্বাভাবিক সন্তান এবং ভাই-বোন হিসেবে মেনে নেওয়া।
তিনি আরও বলেন যে, গির্জা সমকামী বিয়েকে গ্রহণ করতে পারে না। তবে পেনশন, স্বাস্থ্যসেবা এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সমকামী পার্টনারদের যৌথ অধিকার দেওয়ার লক্ষ্যে নাগরিক আইনগুলোকে সমর্থন করেন তিনি।
গত বছর ভ্যাটিকান বলেছিল যে, ক্যাথলিক পুরোহিতরা সমকামীদেরকে আশীর্বাদ করতে পারে না। ওই রায়ে সমকামী ক্যাথলিকরা ব্যাপকভাবে হতাশ হয়েছিল।