Republic Day: আসাম রাইফেলস ময়দানে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন যথাযথ মর্যাদায়

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জানুয়ারি।। ত্রিপুরাকে দেশের একটি আদর্শ ও সমৃদ্ধ মডেল রাজ্যে পরিণত করতে আন্তরিকতার সাথে কাজ করছে রাজ্য সরকার। রাজ্য সরকার নিয়ত, নীতি ও নিয়মকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের মানুষের অর্থনৈতিক মানোন্নয়নে কাজ করছে। মিশন ১০০ বিদ্যাজ্যোতি বিদ্যালয় ও মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

আজ আসাম রাইফেলস ময়দানে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বলেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, মুখ্যসচিব কুমার অলক, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, রাজ্য সরকার ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ।

 

৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী ও সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল বলেন, দেশের সকল নাগরিকের জন্য নায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব নিশ্চিত করার জন্য ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো। রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য দেশের স্বাধীনতা সংগ্রামীদের ও সংবিধান প্রণেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসাম রাইফেলস ময়দানে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যপাল বিভিন্ন বাহিনীর প্যারেড পরিদর্শন করেন ও রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

 

রাজ্যপাল বলেন, স্মার্ট সিটি মিশন-১০-এর অধীনে ভারত সরকার শহরে পুনর্নবীকরণের জন্য নির্বাচিত সারা দেশের ১০০টি শহরের মধ্যে আগরতলাকে নির্বাচিত করেছে। লাইট হাউস প্রজেক্টের মধ্য দিয়ে উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনে ১ হাজারটি সাশ্রয়ী, টেকসই ও উচ্চমানের ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী সহজ বিজলি পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অধীনে 100

 

আসাম রাইফেলস মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে রাজ্যপালকে অভিবাদন জানান সীমান্ত সুরক্ষা বাহিনী, আসাম রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভড পুলিশ ফোর্স, টিএসআর-এর প্রথম ও দ্বিতীয় বাহিনী, পশ্চিম জেলার পুরুষ ও মহিলা আরক্ষা বাহিনী, ট্রাফিক পুলিশ, ফরেস্ট প্ল্যাটুন ও হোমগার্ড (পুরুষ) বাহিনীর জওয়ানগণ।

 

কুচকাওয়াজে নেতৃত্ব দেন টিএসআর দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট পিনাকী সামন্ত। অনুষ্ঠানে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য ত্রিপুরা পুলিশে কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পারদর্শিতার জন্য ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে যে সমস্ত পুলিশ অফিসার ও কর্মীগণ ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পদকে ভূষিত হয়েছিলেন তাদের হাতে পদক তুলে দেন।

 

২০২০ সালে প্রজাতন্ত্র দিবসে ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পদক পেয়েছিলেন তারা হলেন শংকর দেবনাথ আইপিএস, সন্তোষ শীল ইন্সপেক্টর, দুলাল চন্দ্র দত্ত ইন্সপেক্টর, বীরেন্দ্র দেববর্মা এসআই, নীলকমল সিনহা হাবিলদার ও অসীম দত্ত- হাবিলদার। তাছাড়াও অনুষ্ঠানে ২০২১ সালে বেস্ট ফরেস্ট রেঞ্জ হিসেবে পদ্মবিল ফরেস্ট রেঞ্জ ও সেকেন্ড বেস্ট ফরেস্ট রেঞ্জ হিসেবে অভয়া ওয়াইল্ড লাইফ রেঞ্জকে পুরস্কৃত করা হয়। রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য পদ্মবিল ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার ভবানী দেববর্মা ও অভয়া ওয়াইল্ড লাইফ রেঞ্জের রেঞ্জ অফিসার সুব্রত সেনের হাতে পুরস্কার তুলে দেন।

 

২০২২ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের ৭ জন পুলিশ অফিসার ও কর্মী রাষ্ট্রপতি প্রদত্ত বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। এসআই দেবজিৎ ভট্টাচার্য প্রেসিডেন্টস পুলিশ মেডেল পদক পাচ্ছেন। তাছাড়াও ঠাকুরচান দাস- সুবেদার, মাধবী দাস- এসআই, সঞ্চিতা নাথ- এসআই, সমর মুড়াসিং- হাবিলদার, পূর্ণিমা দেববর্মা নায়েক ও অপর্ণা রাণী দাস- কনস্টেবল ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পদক পাচ্ছেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?