স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ জানুয়ারি।। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোমতী জেলা সদর উদয়পুরেও উদযাপন করা হয় ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ভোরে প্রভাতফেরীর মাধ্যমে দিনটির সূচনা হয়। গোমতী জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর কেবিআই প্রাঙ্গণে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
তিনি বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মসূচির সাফল্য ও পরিকল্পনা, কোভিড চিকিৎসা ও টিকাকরণের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার, অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়, জেলা ও সেশন জজ অরিন্দম পাল সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সমবেত সংগীত ও সমবেত নৃত্য পরিবেশন করেন উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা। এছাড়া জুডো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে গোমতী জেলা প্রশানের পক্ষে কোভিড যোদ্ধা হিসেবে ডা ভাস্কর দেবনাথ, ডা. মিতা ব্যানার্জি, ডা সত্যজিৎ পাল, ডা. ধনমনি ত্রিপুরা এবং ডা. মিলন ভক্ত জমাতিয়াকে ট্রফি ও শংসাপত্র তুলে দেন উপস্থিত অতিথিগণ। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে প্রশংসাপত্র তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
এবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাফাই অভিযান, জেলা ও মহকুমা হাসপাতাল, আমতলি আলোর দিশারি, উদয়পুর শিশু গৃহ ও খিলপাড়া অনাথ আশ্রমের আবাসিকদের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া এদিন সকালে মহকুমা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। সকালে জেলার বিভিন্ন অফিসে পতাকা উত্তোলন করা হয়।
এদিকে, মাতাবাড়ি, কাকড়াবন, টেপানিয়া ও কিল্লা ব্লকে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। উল্লেখ্য, এদিন সকালে উদয়পুর নেহরু সুপার মার্কেটে গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।